শিকারির জরিমানা, পাখি উড়ল আকাশে

নাটোরের সিংড়া উপজেলার বিলদহর বাজারে ৩টি বন্য পাখি খাঁচায় পুরে বিক্রি করতে এসেছিলেন এক পাখি শিকারি। পাখি তিনটি বিক্রি করে বেশ কিছু টাকা পকেটে আসবে এমন ইচ্ছা,থাকলেও শেষ পর্যন্ত তাকেই পকেট থেকে গুণতে হলো জরিমানা। আর খাঁচায় বন্দ্বী পাখি তিনটি আকাশে উড়াল দিয়ে পেলো মুক্তির আনন্দ।
মঙ্গলবার সকালে ওই পাখিসহ শিকারিকে আটক করে পরিবেশ কর্মীরা। এরপর ভ্রাম্যমান আদালতে জরিমানা ঘোষণা করেন এসিল্যান্ড।
স্থানীয় পরিবেশ কর্মী মাহিদুল ইসলাম মানিক এবং উপজেলা সহকারি কমিশনার ভূমি আল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন। ওই পাখি শিকারির নাম আত্তাব আলী(৫০)। তিনি একই উপজেলার আনন্দনগর গ্রামের বাসিন্দা।
পরিবেশ কর্মী মাহিদুল ইসলাম মানিক জানান, (৮ নভেম্বর )মঙ্গলবার সকালে বিলদহর বাজারে ওই ৩টি বন্য পাখি সহ পাখি শিকারি আত্তাব আলীকে আটক করেন তারা।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার ভূমি আল ইমরান উদ্ধারকৃত পাখি প্রকৃতিতে মুক্ত করে দেন এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বন্য প্রাণি সংরক্ষণ আইনে আটক শিকারিকে ১ হাজার টাকা জরিমানা করেন।
এএজেড
