গৃহবধূকে হেয় করায় ৪ গ্রাম প্রধান গ্রেপ্তার
নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের পূর্ব ভেংড়ি গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে যৌন হয়রানী ও সামাজিকভাবে হেয় করার অভিযোগে মামলায় ৪ গ্রাম প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের কোর্টে চালান দেয়া হয়। ওই গ্রাম প্রধানরা হলেন, আব্দুল হামিদ, আব্দুস সালাম, হাফিজুর রহমান ও মোঃ ইব্রাহীম।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান ও মামলার আইও ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত ৯টার দিকে উপজেলার পূর্ব ভেংড়ী গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে এক যুবকসহ দুই সন্তানের জননী, প্রবাসীর ওই স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রাখে এলাকার কয়েকজন।
পরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গ্রাম্য শালিস বসানো হয়। ওই শালিসের সিদ্ধান্ত অনুসারে ওই যুবক ও ওই প্রবাসীর স্ত্রীকে ১০০টি বেত্রাঘাত ও জুতার মালা পড়িয়ে ঘোরানো হয়। সেই সাথে প্রবাসীর স্ত্রীর সাথে আটক যুবককে দশ হাজার টাকা জরিমানা করা হয়। খবর পেয়ে পুলিশ ঐ নারীকে উদ্ধার করে। রাতেই ভুক্তভোগী ঐ গৃহবধূ ১৩ জনের নামে মামলা করলে ওই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এএজেড