সেই বৃদ্ধার দায়িত্ব নিলেন মেয়ে! এগিয়ে এলেন ডিসি
নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের কেশবপুর এলাকার রাস্তায় ছেলের ফেলে যাওয়া সেই মা, ১০৭ বছর বয়সী তারাবানুর দায়িত্ব নিলেন তারই বড় মেয়ে বানু। এবং তাকে সহযোগীতার হাত বাড়ালেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ। সদর উপজেলা ভূমি কর্মকর্তা জোবায়ের হাবিব, ইউপি চেয়ারম্যান তোফাজ্জ্বল হোসেন ও ইউপি মেম্বর নূরুল ইসলাম বাবু শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর উপজেলা ভূমি কর্মকর্তা জোবায়ের হাবিব জানান, মিডিয়ার মাধ্যমে বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক শামীম আহমেদ ঘটনাস্থলে গিয়ে সার্বিক বিষয় অবগত হন। ওই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও ওই বৃদ্ধার ছেলে-মেয়েদের সাথে কথা বলেন।
এর আগেও ওই বৃদ্ধা মহিলাকে দেখাশোনা করতেন তার বড় মেয়ে দাবী করে তিনি আরও জানান, সার্বিক পরিস্থিতি ও সকলের মতামতানুসারে ওই মেয়েকেই দায়িত্ব দেয়া হয়, তার মা-কে দেখাশোনার।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,ওই বৃদ্ধা তারাবানুর বয়স্ক ভাতার টাকা নিতেন তার বড় ছেলে। ওই টাকা এখন থেকে বড় নেয়ে পাবে এমন ব্যবস্থা নিতে চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ওউ ব্যবস্থা করার,পর শুক্রবার সকালে ওই বৃদ্ধাকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ৫ হাজার টাকা প্রাথমিক সহযোগীতা করা হয়েছে।
তার সার্বিক খোঁজ রাখার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব দেয়া হয়েছে দাবী করে তিনি আরও বলেন, ওই বৃদ্ধা যাতে সুখে থাকে সেজন্য যখন যা প্রয়োজন তা নিশ্চিতের কথা,জানিয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
ইউপি মেম্বর নূরুল ইসলাম বাবু জানান, ডিসির নির্দেশনানুযায়ী ইউপি চেয়ারম্যান ও তিনি ওই বৃদ্ধার ব্যাপারে সার্বিক খোঁজ রাখছেন৷ ওই মেয়ের কাছে বৃদ্ধা ভালো আছেন-এমন দাবী করেন তিনি।
এএজেড