রাবিতে অবাঞ্চিত ঘোষণা, চটেছেন এমপি বাদশা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রাবি শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ নিয়ে তোপের মুখে পড়েছেন সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা তাকে অবাঞ্চিত ঘোষণা করায় চটেছেন বাদশা। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
বুধবার (২৬ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরীতে ছাত্রমৈত্রীর ২৭তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে এমপি বাদশা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বুক দিয়ে রক্ষা করেছি। সেই বিশ্ববিদ্যালয়ে কয়েকজন রাজাকারের বন্ধু আমাকে অবাঞ্ছিত করতে চায়। জামায়াত বিএনপির সাথে আঁতাত করে রাজনীতি করতে চাই না। তার আগেই যেন আমার মৃত্যু হয়।
জামায়াত-বিএনপিকে তুড়ির তাসের মতো উড়িয়ে দেব উল্লেখ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে, জামায়াত-বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। কারণ মানুষ বিশ্বাসই করে না, খালেদা জিয়ার পার্টি বাংলাদেশের উন্নয়ন করবে।
এসময় বাদশা প্রধানমন্ত্রীকে আহ্বান করে জানান, আওয়ামী লীগের মধ্যে যারা জামায়াতের কাছে বিক্রি হয়ে গেছে, তাদেরকে দল থেকে বের করতে হবে। তাছাড়া মুক্তিযুদ্ধের চেতনা কখনো বিজয় লাভ করবে না।
এএজেড
