আত্মসমর্পন না করায় আওয়ামী লীগ নেতা কারাগারে!
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা, মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পান নাটোরের নলডাঙ্গা পৌর আওয়ামী লীগ সভাপতি ও নলডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম পিয়াস (৪০)। আদেশে নির্ধারিত সময়সীমার মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পনের আদেশও দেয়া হয়। কিন্তু ওই সময় পার হলেও আত্মসমর্পন না করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, জারি করেন আদালত। আদেশ পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠালে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। বুধবার বিকালে তাকে কারাগারে পাঠানো হয়।
আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম পিয়াস নলডাঙ্গা উপজেলার পশ্চিম সোনাপাতিল গ্রামের ওহাব মাস্টারের ছেলে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আকবর আলী ও নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আকবর আলী জানান, আদালতের পাঠানো গ্রেপ্তারী পরোয়ানার আদেশ,অনুযায়ী বুধবার দুপুরে শরিফুল ইসলাম পিয়াসকে নলডাঙ্গা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে আদালতে পাঠানো হয়।
নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মনিরুজ্জামান মনির জানান,বেশ কিছুদিন আগে নাটোর শহরের বুড়াদূর্গা এলাকায় ভাড়া বাসায় পিয়াসের দ্বিতীয় স্ত্রী পলি খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ওই ঘটনায় পিয়াসের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে নাটোর সদর থানায় মামলা দায়ের করেন পলি খাতুনের মা। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন তিনি। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পন না করায় তাকে গ্রেপ্তারের পর আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।
এএজেড