বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা নিহত ২
বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু মিয়া (২৪) বাসের হেলপার বলে জানায় পুলিশ। বাসযাত্রী মাহাবুব তালুকদার (৩৮) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
নিহত বাবু উপজেলার সান্তারহার ডালপর্টির আসাদ তালুকদারের ছেলে। হতাহতদের নামপরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস বগুড়া থেকে রাজশাহী যাওয়ার পথে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বাসটির সামনে দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে মোটরসাইকেল দুটিতে বাসের ধাক্কা লাগে।
এরপরই বাসও নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। দাঁড়িয়ে থাকা ট্রাকটি বাসের ধাক্কায় সামনে গড়িয়ে গিয়ে আরও একটি ট্রাককে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় বাসের হেলপারের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম, দুর্ঘটনায় বাস হেলপার ও বাসযাত্রীর মৃত্যর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক আটক করে হাইওয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এএজেড