তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাম জোটের পদযাত্রা
সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জয়পুরহাটে বাম গণতান্ত্রিক জোটের পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা শহরের চিনিকল সড়ক থেকে বাম জোটের লাল পতাকার মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পাঁচুরমোড়ে দলটির ঘণ্টাব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বাসদের আহ্বায়ক ও বাম জোটের শীর্ষ নেতা ওয়াজেদ পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি দেওয়ান মোহাম্মদ বদিউজ্জামান বদি, জেলা কমিউনিস্ট লীগের আহ্বায়ক মাহমুদুর রহমান, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রমজান আলীসহ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সব অগণতান্ত্রিক সংশোধনী ও কালাকানুন বাতিল এবং রাষ্ট্রীয় দমন-পীড়ন, গুম-খুন, গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ-মাস্তানদের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। সেই সঙ্গে চাল-আটাসহ ৯টি অত্যাবশ্যকীয় পণ্যের বেসরকারি বাণিজ্য বন্ধ, রেশনিং চালু, দুর্নীতি, লুটপাট বন্ধ, মজুরি কমিশন গঠনসহ নূন্যতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, সাম্প্রদায়িক রাজনীতি ও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ, শিক্ষা-স্বাস্থ্য নিয়ে ব্যবসা বন্ধ, জাতীয় সম্পদের উপর জনগণের শতভাগ মালিকানা নিশ্চিত করা, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিদেশিদের সঙ্গে স্বাক্ষরিত সব চুক্তি ও সমঝোতা স্মারক জনসম্মুখে প্রকাশ এবং দেশের স্বার্থবিরোধী সব অসম চুক্তি বাতিলের দাবি জানান বাম জোটের নেতৃবৃন্দরা।
বাম জোটের সমন্বয়ক দেওয়ান মোহাম্মদ বদিউজ্জামান বদি বলেন, জনগণের মতামতের তোয়াক্কা না করে ভোট ডাকাতি করে গায়ের জোরে ক্ষমতায় থাকা সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। তাই মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার আজ নির্বাসিত। দলীয় সরকারের অধীনে ভোটের প্রতি জনগণের বিন্দুমাত্র আস্থা নাই।
তিনি আরও বলেন, বর্তমান সরকার আমলাতন্ত্র ও পুলিশের উপর নির্ভর করে টিকে আছে। সুষ্ঠু নির্বাচন করতে হলে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সংখ্যানুপাতিক নির্বাচনসহ, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে।
এসআইএইচ