রামেক হাসপাতালে হামলা: ইন্টার্নদের বিক্ষোভ, মানববন্ধনের ডাক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী গোলাম মোস্তাকিম শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় হাসপাতালে হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময় বেধে দিয়েছিলেন রাজশাহী মেডিকেলের (রামেক) ইন্টার্ন চিকিৎসকরা। সেই সময় শেষ হয়েছে শুক্রবার সন্ধ্যায়। তবে এ নিয়ে কোনো মামলা হয়নি। পুলিশ কাউকে গ্রেপ্তারও করেনি। তাই রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করবে বলে জানান রামেক ইর্ন্টান চিকিৎসক পরিষদের সভাপতি ইমরান হোসেন।
তিনি বলেন, যে কেউ এসে ডাক্তারদের উপর হামলা করে যাবে, এমন চলতে থাকলে কিভাবে ডাক্তাররা সেবা দিবেন। তাই হামলাকারীদের গ্রেপ্তারে আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। সন্ধ্যায় আল্টিমেটামের সময় শেষ হয়েছে। এ সময়ের মধ্যে পুলিশ প্রশাসনের কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। তাই তাই আগামীকাল (শনিবার) আমরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করব। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, অভিযোগটির প্রাথমিক তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে সিদ্ধান্ত হবে।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন রাবির মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহরিয়ার। গুরুতর আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। পরে রাবি শিক্ষার্থীর চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতাল স্টাফদের সঙ্গে বিতর্কে জড়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় হাসপাতালে ভাঙচুরসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। এ ঘটনায় দুইপক্ষের বেশ কয়েকজন আহত হন।
এসআইএইচ