ওজন বাড়াতে চিংড়িতে জেলি, ২ ব্যবসায়ীকে জরিমানা

ওজন বাড়াতে ও সতেজ রাখতে চিংড়িতে পুশ করা হচ্ছে ক্ষতিকর জেলি। এমন অভিযোগে জয়পুরহাট জেলা শহরের মাছুয়া বাজারে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে জেলা শহরের মাছুয়া বাজারে অভিযান চালানো হয়। চিংড়িতে ক্ষতিকর জেলি পুশ করার অপরাধে দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন। এসব মীর মো. আল কামাল তমাল, সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপক কুমার হলদার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন
মৎস্য কর্মকর্তা দিপক কুমার হলদার বলেন, চিংড়িতে যেসব জেলি ব্যবহার করা হয়েছে তা রাসায়নিক পদার্থ। এটি মানবদেহের জন্য ক্ষতিকর। মাছের ওজন বাড়াতে ও মাছকে সতেজ রাখতে জেলি ব্যবহার করা হতো। প্রতিটি চিংড়ির মাথার খোলসের দিকে ১০ থেকে ২০ গ্রাম জেলি প্রবেশ করানো হতো। এমন অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন বলেন, অভিযানে মাছুয়া বাজারের মাছ ব্যবসায়ী মুশফিকুর রহমানকে ২ হাজার টাকা ও মতিয়ার বিশ্বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদের সতর্ক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি চিংড়ি জব্দ করা হয় এবং তা নষ্ট করে উপজেলা মৎস্য অফিসের পাশে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
এসজি
