জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশের বিভিন্ন জেলায় বিএনপির নেতা-কর্মীদের হত্যা ও হয়রানির প্রতিবাদে জয়পুরহাটে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট রেলওয়ে স্টেশন থেকে নেতাকর্মীদের নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ জেলা বিএনপির বিএনপির যুগ্ম আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা সদস্য সচিব মাসুদ রানা প্রধান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস্ মতিন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনজুরে মওলা পলাশ, হারুনুর রশীদ জুয়েল। জেলা যুবদল সদস্য-আবু সাহেদ সোহেল, এফতাদুল হক, ইকবাল হোসেন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের পুলিশ লাঠিপেটা করছে। বিএনপিকে শান্তিপূর্ণ মিছিলও করতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী লাঠিসোঁটা নিয়ে হামলা চালাচ্ছে। এভাবে দমন-পীড়ন করে বেশি দিন টিকতে পারবে না এ সরকার। রাজপথের আন্দোলনেই এ সরকারের পতন হবে।
এএজেড
