রাবি শিক্ষার্থীর মৃত্যুতে ৫ সদস্যের তদন্ত কমিটি
চিকিৎসকদের অবহেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী এমজিএম শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রাখার আশ্বাস দেওয়া হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে আলোচনায় বসেন রাজশাহী মেডিকেল কলেজ, স্থানীয় আওয়ামী লীগ ও চিকিৎসক নেতৃবৃন্দরা। দীর্ঘ আলোচনা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নওশাদ আলীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির বাকি চার সদস্যের মধ্যে দুইজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রয়েছেন। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক ও ছাত্র উপদেষ্টা এম তারেক নূর। অপর দুই সদস্য হলেন রামেক হাসপাতালের সিনিয়র চিকিৎসক ও রাজশাহী বিভাগীয় উপ-পুলিশ কমিশনার ক্রাইম।
আলোচনা সভায় জানানো হয়, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
উল্লেখ্য, গত বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে শিক্ষার্থী এমজিএম শাহরিয়ার আহত হন। পরে সহপাঠীরা তাকে রামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার ৪০ মিনিট পর গুরুতর আহত রাবি শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এর পরপরই ডাক্তারদের দুর্ব্যবহার, সেবা না পাওয়া ও সন্ত্রাসী আচরণের অভিযোগ তুলে হাসপাতালে ব্যাপক ভাঙচুর করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এসআইএইচ