রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইউএনও আব্দুল্যাহ আল মামুন

নওগাঁর সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) এ সংক্রান্ত একটি আদেশ বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রশাসনের কাছে পৌঁছেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ অবদান রাখায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আব্দুল্যাহ আল মামুনকে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত করা হয়েছে। গত বছরের ১২ এপ্রিল তিনি সাপাহারে ইউএনও হিসেবে যোগ দেন।
জেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, ২১ ক্যাটাগরির মধ্যে প্রাথমিক শিক্ষার উন্নয়নে অবদান রাখায় শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হয়েছেন নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হয়েছেন নওগাঁর মহাদেবপুর উপজেলার বকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজনীন নাহার লায়লা। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন নওগাঁ সদর উপজেলার চক এনায়েত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিউল ইসলাম।
এসজি
