পুলিশের গাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬
সিরাজগঞ্জে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ অক্টোবর) রাতে গাজীপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র ও লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়।
রবিবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ শহরের রায়পুর উত্তরপাড়া মহল্লার আব্দুল লতিফ খানের ছেলে ডাকাত সর্দার তুষার আহম্মেদ ওরফে ইউসুফ খান ওরফে অন্তর (২২), একই জেলার চন্ডিদাসগাতী গ্রামের নুরু মিয়ার ছেলে ওয়াজেদ আলী (৩৪), চরমালসাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল লতিফ খান ওরফে নিকি (২১), পুর্বমোহনপুর গ্রামের বাবু কসাইয়ের ছেলে ইনামুলক হক আশিক (১৯), সয়াধানগড়া গ্রামের মৃত কিসমত আলী শেখের ছেলে আব্দুল মোতালেব ও চক শিয়ালকোল গ্রামের মৃত ফটিকের ছেলে সোহেল রানা (২৮)।
পুলিশ সুপার আরিফুর রহমান বলেন, ‘গতকাল শনিবার রাতে গাজীপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ থেকে নলকা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে নিয়মিত ডাকাতি করত।’
গত ১২ অক্টোবর রাত ১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সয়দাবাদে ঢাকা থেকে বগুড়াগামী সোনাতলা থানা পুলিশের সাদা পোশাকের একটি দলের মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে পুলিশের পোশাক, বেল্ট, হ্যান্ডকাপ, ওয়াকিটকি, দুটি মোবাইল ও কিছু টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পরদিন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা করা হয়।
এসজি