নাটোরে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও ধীরগতি

অস্থায়ী কর্মচারীদের বিনা ওয়ার্নিংয়ে অনুপস্থিতির কারণে সৃষ্ট জটিলতার অবসান হওয়ায় নাটোর থেকে ছেড়ে যাচ্ছে ট্রেন। রবিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি নাটোর রেল স্টেশন ছেড়ে যাওয়ার পর সাড়ে ১০টায় উত্তরা নামের আরেকটি ট্রেন রেল স্টেশন অতিক্রম করে।
এ বিষয়টি নিশ্চিত করে নাটোর রেল স্টেশনের ইনচার্জ অশোক চক্রবর্তী জানান, নাটোরে ১০ জন অস্থায়ী কর্মচারী রয়েছে। এর মধ্যে মাত্র একজন অস্থায়ী কর্মচারীর দায়িত্ব পালন করছেন। বাকিরা চলে গেছেন। ওই ঘটনায় স্থায়ী পদে নিয়োগপ্রাপ্ত পয়েন্টম্যান, গেটম্যান ও পোর্টাররা দায়িত্ব পালন করছেন। তবে লোকবল কম হওয়ায় স্টেশনে রেল ক্রস করছে না। একটা একটা করে ট্রেন পার হচ্ছে বিধায় ট্রেন ছেড়ে যেতে একটু সময় লাগছে।
এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, তিন বছর অস্থায়ী ভিত্তিতে কাজ করার পর ওই কর্মচারীদের বাদ দেওয়ার গুঞ্জন চলছিল। এরপর তাদের বাদ না দিয়ে চাকরির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। গত চার মাস থেকে তারা বেতন পাচ্ছেন না। এমন অবস্থায় তাদের চাকরি স্থায়ী করা এবং বকেয়া বেতনের দাবিতে রবিবার সকাল থেকে আন্দোলনের নামে অনুপস্থিত থাকে তারা।
এসআইএইচ
