কর্মচারীদের ধর্মঘট, নাটোরে ট্রেন চলাচল বন্ধ
নাটোর রেলওয়ে স্টেশনে হঠাৎ করেই অস্থায়ী কর্মচারীদের অনুপস্থিতির কারণে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে স্টাফরা জানাচ্ছেন, তৃতীয় শ্রেণীর কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট চলছে। এর ফলে রবিবার (১৬ অক্টোবর) সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ থাকলেও সাড়ে নয়টার কিছু পরে তীতুমীর এক্সপ্রেস ট্রেনটিকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়টি নিশ্চিত করে নাটোর রেলওয়ে স্টেশনের ইনচার্জ অশোক চক্রবর্তী জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছেন তারা।
এ ব্যাপারে জানতে চাইলে পশ্চিমাঞ্চলীয় মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, কোনো রকম পূর্ব ওয়ানিং ছাড়াই কিছু অস্থায়ী কর্মচারীদের অনুপস্থিতির কারণে সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে। তাদের কোনো সমস্যা বা দাবি থাকলে আগে বলা উচিত ছিল। আশেপাশের এলাকা থেকে ওই পদের কর্মচারীদের এনে সমস্যার সমাধানের চেষ্টা করছেন তারা।
এসআইএইচ