মিষ্টি বিতরণকালে কম পড়ায় পিটিয়ে হত্যা
বগুড়ার ধুনটে মিষ্টি বিতরণকালে মিষ্টি কম পড়ায় আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা। গত মঙ্গলবার (১১অক্টোবর) উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডোহরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন পশ্চিম গুয়াডোহরী গ্রামের মহির উদ্দিনের ছেলে। সে পেশায় কাঠ মিস্ত্রি।
জানা যায়, আলমগীরের ভাতিজা সজীবের কন্যা সন্তান জন্ম নেওয়ায় সোমবার (১০অক্টোবর) রাত ৯টা আত্মীয় স্বজনদের মধ্যে মিষ্টি বিতরণ করা হচ্ছিল। আলমগীরের বাড়ীতে মিষ্টি বিতরণকালে মিষ্টি কম পড়ে। এ নিয়ে কথা কাটাকাটির জেরে সজীবের সঙ্গে থাকা লোকজন আলমগীর হোসেনকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলমগীরের মৃত্যুর পর থেকে তার ভাতিজা সজীবসহ জড়িতরা আত্মগোপনে রয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ রাতেই আলমগীরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জরিতদের গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে।
এএজেড