যমুনায় মা ইলিশ ধরায় ৭ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) সারা রাত উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধভাবে মা ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন। এসময় তাদের কাছ থেকে ১১ হাজার মিটার কারেন্ট জাল ও দুই কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে আটক করা জাল জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয় এবং মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় দেওয়া হয়।
আটকরা হলেন, চর দুপুলিয়া গ্রামের মো. নাসির, চরবাউশা গ্রামের হাসমত আলী, সুকচান, মিনাদিয়া গ্রামের মো. শরিফ, দত্তকান্দি গ্রামের মো. শহেল, জাহিদুল, মো. শানিম।
এসময় মৎস্য কমকর্তা মনোয়ার হোসেন, ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি, চৌহালী থানা পুলিশ, নৌ পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এসএন
