এক ট্রেনেই বিনা টিকিটের ২০০ যাত্রী, জরিমানা

পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেসে বিনা টিকিটে ভ্রমণের অপরাধে ২০০ যাত্রীকে ৭৫ হাজার ৩২০ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একতা এক্সপ্রেসে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।
পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। তিনি জানান, রবিবার রাতে ট্রেনে প্রচুর ভিড় ছিল। পুরো ট্রেনে চেক করে টিকিট বিহীন ২০০ যাত্রী পাওয়া যায়। তাদের জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। এসময় বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অপরাধে এক যাত্রীকে বড় অঙ্কের জরিমানা করা হয়। তিনি মোবাইলে দূর থেকে গতকালের টিকিট দেখাচ্ছিলেন।
এদিকে গত ৮ অক্টোবর রাজশাহী থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তিতুমীর এক্সপ্রেসে অভিযান চালিয়ে ৭৭ যাত্রীকে ১৪ হাজার ৭৫০ টাকা জরিমানা করেন অসীম কুমার তালুকদার।
এসজি
