ডিসির মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি
আগামী ১৭ অক্টোবর নাটোরে অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। আর এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এই সুযোগে একটি প্রতারক চক্র ডিসির মোবাইল নম্বর ক্লোন করে প্রার্থীদের কাছে টাকা দাবি করে।
বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সতর্কতামূলক পোস্ট দেন ডিসি শামীম আহমেদ। রবিবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য জানান তিনি।
ডিসি শামীম আহমেদ জানান, ওই প্রতারক চক্র নির্বাচন অফিসে মিথ্যা পরিচয় দিয়ে কৌশলে জেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মোবাইল নম্বর ও তালিকা সংগ্রহ করে। পরে এক এক করে প্রার্থীদের ফোন দিয়ে বলে, ডিসি অফিসে মিটিং আছে। এসময় অপর একটি বিকাশ নম্বর দিয়ে ওই নম্বরে টাকা দিতে বলে। পৃথক দুই নম্বর দেওয়ায় তাদের সন্দেহ হয়। তখন তারা টাকা না দিয়ে তার গানম্যানকে বিষয়টি জানায়। গানম্যানের কাছ থেকে তথ্যটি পেয়েই তিনি ফেসবুকে পোস্ট দিয়ে ও প্রার্থীদের ফোন করে কোনো চাঁদা না দিতে ও সতর্ক থাকতে বলেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে জানিয়ে তিনি জানান, তিনি ঢাকা থেকে নাটোরের পথে আছেন। জেলা প্রশাসনের একজনকে দায়িত্ব দিয়ে থানায় জিডি কপি পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, ওই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসজি