ভারত থেকে ফেরার পথে বাংলাদেশি যুবক গ্রেপ্তার
নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে ফেরার পথে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। বিজিবির দাবি, ভারতে অবৈধ অনুপ্রবেশ করে গরু নিয়ে ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইয়াদুল ইসলাম (২৮) উপজেলার নিতপুর দিয়াড়াপাড়া গ্রামের তৌফিজুল ইসলামের ছেলে।
বিজিবি ও পোরশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াদুলসহ ৭-৮ জনের একটি দল শুক্রবার (৭ অক্টোবর) রাতের কোনো একসময় বিজিবির টহল দলকে ফাঁকি দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। ভোরে তারা গরু নিয়ে সীমান্তের ২৩০ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করে। এসময় বিজিবির টহল দলের সদস্যরা তাদের দেখতে পেয়ে থামতে বলেন। তখন অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ইয়াদুলকে আটক করে বিজিবি।
বিজিবি-১৬ নওগাঁ ব্যাটালিয়নের নিতপুর সীমান্ত চৌকির (বিওপি) কোম্পানি কমান্ডার সুবেদার আলমগীর কবির বলেন, আটক যুবককে শনিবার (৮ অক্টোবর) দুপুরে পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, আটক যুবকের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। তাকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে। আদালতের নির্দেশে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসজি