নওগাঁয় প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
নওগাঁয় দুর্গাপূজা শেষে ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। বুধবার (৫ অক্টোবর) পূজার্চনা শেষে সিঁদুর খেলার মধ্যে দিয়ে ভক্তরা মা দূর্গাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। প্রতিমা বিসর্জন দিতে দুপুর ২ টার পর থেকেই নওগাঁয় ছোট যমুনা নদীতে নৌকার ভিড় দেখা যায়। বিকালে নৌকায় প্রতিমাসহ ভক্তদের নৌ মহড়া চলে। প্রায় দুই শতাধিক নৌকা এই মহড়ায় অংশ নেয়।
এ ছাড়াও জেলার পার্শ্ববর্তী আদমদিঘী ও দুপচাঁচিয়া এলাকা থেকে ট্রাকে করে প্রতিমা নিয়ে নওগাঁ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
প্রতিমা বিসর্জনের দৃশ্য উপভোগ করার জন্য ছোট যমুনা নদীর দুই পাড়ে এবং রাস্তার দুই ধারে কয়েক হাজার মানুষ ভিড় করে। সে সময় নওগাঁ শহরে আইনশৃঙ্খলা রক্ষায় প্রচুর পুলিশ নিয়োগ করা হয়।
সন্ধ্যা হওয়ার সাথে সাথে শহরের দক্ষিণে ছোট যমুনা নদীর কালিদহে প্রতিমা বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় দুর্গাপুজার আনুষ্ঠানিকতা।
নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদ কমিটি সাধারন সম্পাদক বিভাস মজুমদার গোপাল ঢাকাপ্রকাশ-কে বলেন, ছোট যমুনা নদীতে সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দেওয়া শুরু হয়। রাত পর্যন্ত তা চলে। গত ২৫ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল দেবীপক্ষ। আর ১ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয় পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
প্রতিবারের মতো মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান পালন করেছেন। দশমীর দিনে আজ পূজা শুরু হয় সকাল ১০টা ২০ মিনিটে এবং পূজা শেষ ও দর্পণ বিসর্জন হয় সন্ধ্যা ৭টায়।
পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার গজে চড়ে মর্ত্যলোকে এসেছিলেন। আজ স্বর্গালোকে বিদায় নেবেন নৌকায় চড়ে। এবার জেলায় ৮২৮টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।
এএজেড