জয়পুরহাটে ২ ভুয়া চিকিৎসক আটক
জয়পুরহাটের আক্কেলপুর ভুয়া দুই চিকিৎসককে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এসময় তাঁদের চেম্বার থেকে জাল অটো সিল, প্রেসক্রিপশন প্যাডসহ চিকিৎসা সরমঞ্জাদি জব্দ করা হয়। বুধবার (৫ অক্টোবর) সকালে জয়পুরহাট র্যাব-৫ প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, আক্কেলপুর উপজেলার সোনাই মাগুরা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ হারুনুর রশিদ (৪১) ও আক্কেলপুর পৌরশহরের কেশবপুর মহল্লার মৃত রজিব উদ্দিনের ছেলেমোঃ কায়েম উদ্দীন মন্ডল(৫৬)।
প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান বলেন, হারুনুর রশিদ চেম্বার খুলে দন্তচিকিৎসা আর কায়েম উদ্দিন চেম্বার খুলে দীর্ঘ ধরে সব এলোপ্যাথিক দিচ্ছিলেন। তাদের এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জনের কোন অনুমোদিত সার্টিফিকেট নেই।
তাঁরা দুই জন ভুয়া চিকিৎসক মঙ্গলবার সন্ধ্যায় আক্কেলপুর পৌরশহরের কলেজ গেট এলাকায় মোঃ হারুনুর রশিদের দন্তচিকিৎসা চেম্বার ও কায়েম উদ্দিনের চেম্বারে অভিযান চালানো হয়। তাঁদের এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জনের কোন অনুমোদিত সার্টিফিকেট দেখাতে পারেননি। তাঁরা দুইজন ভুয়া চিকিৎসক।
তাঁদের চেম্বার থেকে ৯ টি জাল অটো সিল, ৩ টি প্রেসক্রিপসন প্যাড, সাতটি ফোর্সেপ, ২ টি এমালগান গান, ৬টি এলিভেটর, ১০ টি সার্জিক্যাল কাঁচি, ১৬ মেডিক্যাল যযন্ত্রাংশ, ২ টি চিমটা, ৪টি ডেণ্টাল মিরর, ১টি ডেণ্টাল সিরিঞ্জ, ১টি ডেণ্টাল কার্টিজ, ২টি রক্তচাপ মেশিনসহ একটি জাল সার্টিফিকেট জব্দ করা হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিততে আরও জানিয়েছে, চিকিৎসা প্রশিক্ষণ ছাড়াই মোঃ কায়েম উদ্দিন ৩২ বছর ধরে রোগীদের ওষুধ লিখে দিচ্ছেন। মোঃ হারুনুর রশিদ ১১ বছর ধরে কোন প্রতিষ্ঠান থেকে আইনগত ডিগ্রি ছাড়াই মানুষের দাঁতের চিকিৎসা দিয়ে আসছেন।
ভুক্তভোগীদের অভিযোগ পাওয়ার পরে অভিযান পরিচালনা করে তাদের দুই জনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছ। তাঁদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করেছেন। জানতে চাইলে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বুধবার সকালে ঢাকা প্রকাশকে বলেন, মঙ্গলবার দিবাগত গভীর রাতে ভুয়া দুই চিকিৎসককে থানায় হস্তান্তর করেছে।
এএজেড