যাত্রীবাহি দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৪
বগুড়ার শাহজাহানপুরে দ্রুতগতির যাত্রীবাহি খালেক পরিবহন নামে একটি বাস সামনের বাসকে ওভারটেক করতে গিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন আহত হয়েছে। উপজেলার নয়মাইল জামালপুর ফারহান ফিলিং স্টেশনের সামনে মঙ্গলবার সকাল সোয়া ৮টায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দুই জনই বাস চালক মোঃ ওমর ফারুক (২৭) ও আনোয়ার হোসেন (৫২)। তারা বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ঢাকা-রংপুর মহাসড়কের নয়মাইল নামক স্থানে সকালে দ্রুতগতির যাত্রীবাহি খালেক পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে ঢাকাগামী আরকে ট্রাভেলস পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাস দুটি দ্রুতগতিতে থাকায় আরকে ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আর খালেক পরিবহন বাসটির সমনের অংশ দুমরে মুচরে যায়।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক তাদেকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এএজেড