পাওনা টাকা নিয়ে তর্কাতর্কি, প্রাণ গেল খদ্দেরের
কয়েকদিন আগে এলাকার চা-দোকানে কিছু টাকা বাকি করে চলে যায় কয়েক বন্ধু। তাদের মধ্যে একজন একটা সিগারেট নিয়ে ১০০ টাকার নোট দিলে দোকানদার ওই পাওনা টাকা কেটে নিতে চায়। এ সময় ওই খদ্দের তার কাছ থেকে পাওনা টাকা কাটতে নিষেধ করে বলেন যারা যারা খেয়েছে সবাই মিলে পরে ওই টাকা দেবে। কিন্তু দোকানদার নাছোরবান্দা। এ নিয়ে তর্কাতর্কির জেরে দোকানের কাঁচের গ্লাসের ভাঙা টুকরোয় রক্তাক্ত হন ওই খদ্দের। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল শনিবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পুরানপাড়া মহল্লায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত খদ্দেরের নাম সাইফুল ইসলাম(৪৫)। তিনি ওই মহল্লার মৃত আব্দুল জলিলের ছেলে। আর অভিযুক্ত চা-দোকানদার একই এলাকার বাসিন্দা মাসুদ রানা।
এ ব্যাপারে দোকানদারের দাবি, ওই খদ্দের রাগ করে কাঁচের গ্লাসে হাত দিয়ে আঘাত করলে রক্তাক্ত হয়। এরই জেরে মৃত্যু। অপরদিকে নিহতের পরিবারের দাবি, ওই গ্লাস ভেঙ্গে তার কাঁচের টুকরো দিয়ে তাকে আঘাত করায় রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি জানান, ওই ঘটনায় নিহতর ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই আসামিকে গ্রেপ্তারে অভিযানের পাশাপাশি প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে।
এসআইএইচ