দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে বিনামূল্যে চিকিৎসা সেবা
'সেবা নিন, সুস্থ থাকুন' এই প্রতিপাদ্য নিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে বেসরকারি সংস্থা উদ্দীপনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।
শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে পাঁচবিবি উপজেলার কাশপুর গ্রামের মন্দির এলাকায় এ আয়োজন করা হয়।
জানা যায়, দুর্গাপূজাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের ফ্রিতে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। শনিবার থেকে আগামী ৫ দিন জেলার ৪ উপজেলার ১০টি মন্দিরে এই ক্যাম্প চলবে। এতে ফ্রি ওজন মাপা, ডায়াবেটিক টেস্ট, পেসার মাপাসহ অন্যান্য অসুখের প্রেসক্রিপশন দেওয়া হবে।
ক্যাম্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন উদ্দীপন জয়পুরহাট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, মেডিকেল সাব-অ্যাসিসট্যান্ট মোছা. অরিন ফেরদৌস, উদ্দীপন পাঁচবিবি শাখার ব্যবস্থাপক মো. মাহতাবুজ্জামান, হিসাব রক্ষক সুজন কুমার, ফিল্ড অফিসার রাসেল মিয়া ও মেহেদী হাসান প্রমুখ।
চিকিৎসা সেবা নিতে আসা জয়শংকর বলেন, দুর্গাপূজায় উদ্দীপনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছেন। এটি একটি মহৎ উদ্যোগ। এতে করে এলাকার অনেক অসহায় মানুষ উপকৃত হবে।
ব্যবস্থাপক মো. মিজানুর রহমান বলেন, আমাদের সংগঠনের উদ্যোগে এই কার্যক্রম চলমান থাকবে। মানুষ মানুষের জন্য, তাই আমাদের সংগঠন মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় মূল লক্ষ্য। এটা আগামীতে আরও বড় পরিসরে করা হবে বলে জানান তিনি।
এসজি