রাজশাহীতে দুর্গা পূজায় শোভাযাত্রা-আতশবাজি নিষেধাজ্ঞা
রাজশাহীতে এবারও দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকালে শোভাযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ। মেট্রোপলিটন এলাকায় পূজা চলাকালীন ও প্রতিমা বিসর্জনকালে কোনো ধরনের র্যালি বা শোভাযাত্রা এবং মেলায় কোনো ধরনের হাউজি কিংবা জুয়ার আসরের আয়োজন করা যাবে না বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিন পুলিশ (আরএমপি)।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শারদীয় দুর্গাপূজায় বৈশ্বিক মহামারী কোভিড-১৯ পরিস্থিতির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক পূজায় অংশগ্রহণ করতে হবে।
এ ছাড়াও রাজশাহী মহানগর এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার নিমিত্তে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর ১(ঢ), ২৯ এর ১(ক), (খ) ও ৩৩এর (ক), (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগরী এলাকায় ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত সকল প্রকার অস্ত্র বহন, আতশবাজি, পটকা ফুটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয়, ব্যবহার এবং পূজা বিসর্জনের সময় উচ্চস্বরে মাইক বাজানো ও গান বাজনা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১৯(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে পূজা মণ্ডপ ও তার আশপাশ এবং প্রতিমা বিসর্জনকালে যেকোনো ধরনের মাদক দ্রব্য যথা-দেশি ও বিদেশি মদ, স্পিরিট/এ্যালকোহল, ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, হেরোইন, প্যাথেডিন ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
এসআইএইচ