অবৈধ বালু উত্তোলনের দায়ে ১৫ দিনের কারাদণ্ড
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ১৫ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার ২৬ অক্টোবর ভোরে উপজেলার যমুনা নদীর বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
দণ্ডপ্রাপ্তরা হলেন,মো: জয়নাল আবেদীন(৪৮), রউফ সরকার (৪৬), রফিকুল ইসলাম(৪৫), গ্রামের আলমগীর মন্ডল(৪০), শুকুর চাঁন (৩৫), ফারুক হারকাঠি(৪০), আবু দাউদ রানা (৩৬), আব্দুর রউফ (৩৭), মুকুল হোসেন খান (৩৮), আব্বাস আলী মোল্যা (৪০), রবিউল মোল্লা (৩৬ ), ময়নুল ইসলাম(৩৬), আব্দুল আলিম সরকার(৩৫), আলমাছ ব্যাপারী (৩৪) ও আলামীন শেখ (২৪) ৷
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন জানান, যমুনা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। সোমবার ভোরে অভিযান চালিয়ে ১৫ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ অভিযানে সহযোগিতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া,নৌ পুলিশ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
এএজেড