একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম
বিয়ের বয়স ৬ বছর। প্রথম কন্যা সন্তান আয়শার বয়স ৫-এ পড়েছে। এর মধ্যে আবারও গর্ভবতী হন মা। পর পর ৪ বার আল্ট্রাসনোগ্রাফি করে ডাক্তার বলেন,এবার জমজ সন্তান হবে। তবে শেষ পর্যন্ত জন্ম নিল একসঙ্গে তিন কন্যা। এ নিয়ে মোট ৪ কন্যায় খুঁশি ওই দম্পতি। ভালো আছে নবাগত তিন কন্যা ও তাদের মা।
গতকাল রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় শহরের আল মদিনা হাসপাতালে সিজারের মাধ্যমে জন্ম হয় ওই তিন শিশুর।
হাসপাতাল সূত্রে জানা যায়,গত শুক্রবার ভর্তি হন ওই গর্ভবতী মা। রবিবার তার সিজার করেন ডাক্তার কাওছার আহমেদ।
শিশুদের বাবা আরিফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান,তার নিজ বাড়ি রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম বুধপাড়া মহল্লায়। বিয়ের পর নাটোরের সিংড়া পৌরসভার পেট্রোবাংলা মহল্লায় থাকেন। তিনি একটি কোম্পানীতে চাকরি করলেও বর্তমানে বাড়িতেই রয়েছেন। স্ত্রী সুমি খাতুন গৃহিনী। তিন কন্যা সন্তান সুস্থ থাকার পাশাপাশি তাদের মাও সুস্থ থাকায় তারা উভয়েই খুঁশি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,জন্মের পরই ওই তিন কন্যার নাম রাখা হয়েছে আরিফা,ফাতেমা ও আছিয়া। ভবিষ্যতে চার কন্যাকে সুন্দরভাবে মানুষ হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।