‘হেলমেট লীগ নামিয়ে জনতার ঢল ঠেকানো যাবে না’
বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত বলেছেন, শেখ হাসিনার পতন ঘটাতে রাজপথে জনতার ঢল নেমে গেছে। হেলমেট লীগ নামিয়ে জনতার এই ঢল ঠেকানো যাবে না। শেখ হাসিনার পতন না হলে রাজপথ ছাড়বে না।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লুটপাট, বিএনপি নেতা-কর্মীদের গুলি করে হত্যার প্রতিবাদে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।
ঢাকার বনানী ও নোয়াখালীতে বিএনপি নেতা-কর্মীদের উপর হামলার সমালোচনা করে শাহীন শওকত বলেন, ‘রাজপথে জনতার ঢল নেমে গেছে। গুলি চালিয়ে, হামলা করে জনতার এই ঢল ঠেকানো যাবে না। বিএনপির নেতা-কর্মীদের বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছে। স্বৈরাচার সরকারকে হটাতে হলে আরও রক্ত দিতে হবে এবং আমরা তার জন্য প্রস্তুত আছি। রাজপথে নেমেছি আর ঘরে ফিরতে চাই না।’
বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের ১৪ বছরে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যত হামলা, মামলা, গুলি করে হত্যাকাণ্ড হয়েছে প্রতিটির হুকুমের আসামি করা হবে শেখ হাসিনাকে। প্রতিটি গুলি, প্রতিটি রক্তবিন্দুর জবাব নেওয়া হবে।’
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া বিএনপি কখনোই নির্বাচনে যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশের মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। খালেদা জিয়াকে মুক্ত করা না হলে, তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে বিএনপি কখনোই আগামী নির্বাচনে অংশ নেবে না।’
নিয়ামতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ইছাহাক আলী সরদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু প্রমুখ।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আগামীতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে দেশে কোনো নির্বাচন অফিস থাকবে না।’
বর্তমান সরকারকে নিশি রাতের সরকার উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বলেন, ‘নিশি রাতের সরকারকে হটাতে মানুষ জেগে উঠেছে। সবার একটাই কথা শেখ হাসিনার পতন চাই। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। এই সরকারের অনিয়ম-দুর্নীতির কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা এই দুঃশাসন থেকে মুক্তি চায়।’
এসজি