উদ্বোধনের ১ মাস না যেতেই সিংড়া শহর রক্ষা বাঁধে ধস!
উদ্বোধনের ১ মাস না যেতেই নাটোরের সিংড়া শহর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। গত ৩০ জুলাই ওই শহর রক্ষা বাঁধের উদ্বোধন করেন পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম। বাঁধের ওয়াকওয়েতে ধস দেখার পর জনমনে দেখা দিয়েছে নানা বিরুপ প্রতিক্রিয়া। তবে কর্তৃপক্ষ বলছেন, মূল বাঁধে কোন সমস্যা হয়নি।
তথ্যমতে, আত্রাই নদীর তীরবর্তী সিংড়া শহর এলাকার প্রায় অর্ধ লক্ষ মানুষের স্বপ্ন বাস্তবায়নে নাটোরের সিংড়া আসনের সাংসদ ও আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলকের ঐকান্তিক চেষ্টায় ২০১৮ সালের এপ্রিল মাসে প্রায় ১৭ কোটি টাকার এক হাজার ৭০৮ মিটার শহর রক্ষা বাঁধের প্রকল্প অনুমোদন হয়। এরপর ২০১৯ সালের এপ্রিলে নাটোর পানি উন্নয়ন বোর্ডের আওতায় শহর রক্ষা বাঁধের কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান।
জানা যায়, উদ্ধোধনের আগে থেকেই ওই বাঁধ হয়ে উঠেছিল পৌর নাগরিকসহ সকল মানুষের বিনোদন আর অবসর যাপনের স্থান। প্রতিদিন বিশেষ করে বিকাল হলেই নানা শ্রেণী, পেশা আর বয়সী মানুষের পদচারণায় ভরে ওঠে ওই বাঁধ। কিন্তু সম্প্রতি সকলের নজরে আসে ওই ধ্বস। এরপর থেকেই নানা আলোচনা-সমালোচনা শুরু হয় ওই ধ্বসকে কেন্দ্র করে।
স্থানীয়দের দাবি, সিংড়া ব্রিজ সংলগ্ন শহর রক্ষা বাঁধের পাশে প্রভাবশালী এক ব্যাক্তি নদীর মধ্যে বালু আনলোড করার ড্রেজার বেঁধে রেখেছেন । উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন চালু করে বালু আনলোড করার সময় ব্যাপক কম্পনের সৃষ্টি হয়। এতে ওই ঘটনা ঘটতে পারে।
পৌর নাগরিক হাফিজুর রহমান সবুজ বলেন, নদীর তীরবর্তী বাসিন্দাদের স্বপ্নের বাঁধ এটা। বাঁধটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য অনতিবিলম্বে পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
স্থানীয়দের কেউ কেউ আবার ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের মান নিম্ন হয়েছে বলে এমন দাবি করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম বলেন, পৌর মেয়রের সঙ্গে কথা বলে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। পরবর্তীতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্যও ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ প্রসঙ্গে পৌর মেয়র ও সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জানান, বিষয়টি জানার পর পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। তারা দ্রুত পদক্ষেপ নেবেন।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশকী খালেদ বিন অলীদ জানান, বিষয়টি জানার পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মূলত ওই বাঁধের পাশ দিয়ে পৌর ড্রেন রয়েছে। সম্প্রতি ওই ড্রেনের পানি উপচে বের হওয়ার কারণে ওয়াকওয়েতে প্রায় ১০ ফুট ধ্বস দেখা দিয়েছে। তবে মূল বাঁধের কোন ক্ষতি হয়নি। শনিবার সকাল থেকে ওই ধ্বস সংস্কারের কাজ শুরু হয়েছে এমন দাবিও করেন তিনি।
এসআইএইচ