নওগাঁ শহরের যেসব এলাকায় ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নওগাঁ শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (২৬ আগষ্ট) রাত সাড়ে ১১ টায় ঢাকাপ্রকাশ-কে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন।
জানা যায়, নেসকোর নওগাঁ বিক্রয় ও বিতরণ (উত্তর) বিভাগের এর আওতাধীন ৩নং ফিডার এর ৩৩/১১ হাজার বিদ্যুৎ লাইনের জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিভিন্ন এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
নির্বাহী প্রকৌশলী মো. মোহাম্মদ মনির হোসেন বলেন, ৩৩/১১ কেভি ৩নং ফিডারের লাইন এর আওতাধীন বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নওগাঁ শহরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হল: পার নওগাঁ, ধোপা পাড়া, পুরাতন রেজিস্ট্রি অফিস, রজাকপুর, বউবাজার, খলিফা পাড়া, ভবানীপুর মোল্লাপাড়া ও কাঁঠালতলী ও সংলগ্ন আবাসিক এলাকায় শনিবার (২৭ আগষ্ট) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে গ্রাহকের কষ্ট হবে, সে জন্য নেসকোর পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করেন তিনি।
এএজেড