বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তৈরী করে তৎকালীন জাসদ: লিটন
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তৈরী করে তৎকালীন জাসদ। তিনি আরো জানান,দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর নেতৃত্বের বাংলাদেশ যাদের সহ্য হয়নি,যারা এ দেশের স্বাধীনতা চায়নি,যারা দুই পাকিস্তানকে পৃথক হওয়া,মেনে নিতে পারেনি সেই অংশই বঙ্গবন্ধুকে হত্যার সাথে জড়িত।
এ দেশের তৎকালীন মুসলিমলীগ, জামাত-শিবির, রাজাকার-আলবদর সকলেই আমেরিকা আর পাকিস্তানের প্রেসক্রিপশন অনুযায়ী ওই হত্যার ষড়যন্ত্রে জড়িত। তাদের টার্গেট ছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে দুই পাকিস্তানকে এক করা আর এদেশে থেকে ভারতবর্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। আর এই সকল কাজে তথা,বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার ক্ষেত্র তৈরী হয় জাসদের মাধ্যমেই।
তিনি বৃহস্পতিবার বিকালে নাটোর শহরের কানাইখালী এলাকায় জাতীয় শোক দিবস,জাতীর জনক শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষীকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে শহীদদের স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি দাবী করেন,বঙ্গবন্ধু হত্যায় এদেশীয় এজেন্টদের মধ্যে এক নম্বরে ছিল জিয়া।
তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্যেশ্যে বলেন,গত ১৩ বছরে আমরাই আমাদের ভেতর ঠাই দিয়েছি অন্য দলের মীরজাফরদের। অথচ রাজপথে নামলে ওই মীরজাফরদের কারণেই হাজার হাজার ত্যাগী আ'লীগ নেতা-কর্মীদের মনোবল ভেঙ্গে যাবে। এজন্য ওই মীরজাফরদের এখনই সনাক্ত করার উপযুক্ত সময়। আগামী জাতীয় নির্বাচনের আগেই তাদের সম্পর্কে সজাগ ও সতর্ক হতে তিনি সকলকে আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে লিটন বিএনপিকে উদ্যেশ্য করে বলেন,তারা তত্বাবধায়ক সরকারের যে দাবী করছে তা কখনওই হবে না। এতে তারা যদি নির্বাচনে না আসে সেইটা তাদের ব্যাপার। ২০১৩ ও,২০১৮ সালের মতো আগামী নির্বাচনও থেমে থাকবেনা দাবী করে তিনি বলেন,আগামীতে রাজপথের পাশাপাশি ব্যালটেও আমরাই থাকবো। শেখ হাসিনার নেতৃত্বে আমরাই ক্ষমতায় যাবো।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের এমপি রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, আওয়ামী লীগ নেতা সৈয়দ মোর্তজা আলী বাবলু ও নাটোর পৌর মেয়র উমা চৌধুরূ জলি।
এএজেড