বিদায় বেলায় আবেগে ভাসলেন নওগাঁর এসপি
নওগাঁ জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০১৯ সালের সেপ্টেম্বরের ০৯ তারিখ থেকে। সময় পেয়েছেন বছর তিনেক ছুঁইছুঁই। আর এ অল্প সময়েই কর্মগুনে আলো ছড়িয়ে তিনি জয় করেছেন জেলাবাসীর মন। তাইতো বিদায় বেলায় ভাসলেন প্রশংসা, আবেগ ও ভালোবাসায়, সিক্ত হলেন ফুলেল শুভেচ্ছায়। তিনি হলেন অতিরিক্ত ডিআইজি হিসেবে সদ্য পদোন্নতিপ্রাপ্ত বিদায়ী পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, বিপিএম।
পুলিশের ২২ তম ব্যাচের এ কর্মকর্তা। অন্যরকম এক আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর পুলিশ সুপার (অতিরিক্তি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত প্রকৌশলী আবদুল মান্নান মিয়াকে প্রশংসা, আবেগ ও ভালোবাসায় বিদায় জানানো হয়েছে। বুধবার (২৪ আগষ্ট) বিকালে জেলা পুলিশের পক্ষ থেকে প্রথাগতভাবে বিদায় দেয়া হয় বিদায়ী এই পুলিশ সুপারকে। এ সময় জেলা পুলিশের ব্যান্ড পার্টিসহ ফুলে সজ্জিত গাড়িতে ফুলের রশি বেঁধে পুলিশ সুপার কার্যালয় ও পুলিশ লাইন্স থেকে বিদায় জানানো হয়।
বিদায়ী বেলায় অতিরিক্ত ডিআইজি হিসেবে সদ্য পদোন্নতিপ্রাপ্ত বিদায়ী পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বলেন, নওগাঁবাসীর ভালবাসা আমাকে সর্বদা আপ্লুত রেখেছে। তাই তো আমার উপর অর্পিত দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পেরেছি। মহান আল্লাহ তায়ালা আমাকে আমার কর্মকালীন অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন।
এই সময়ের মাঝে নওগাঁ জেলায় এমন কোন অস্থিতিশীল পরিস্থিতির উদ্ভব হয়নি যার কারণে পুলিশ বাহিনী তথা সরকারকে প্রশ্নবিদ্ধ হতে হয়। আর তাই হয়তো সকলের দোয়া আর ভালবাসা নিয়ে পদোন্নতি পেয়ে বদলীসূত্রে পরবর্তী কর্মস্থলে যাচ্ছি। অনেক কিছু করার পরিকল্পনা করেছিলাম। কিছু সম্পন্ন করতে পেরেছি কিছু হয়তো করা সম্ভব হয়নি তবে আমার আন্তরিকতা ও পেশাদারিত্বের ঘাটতি ছিলনা কখনোই। একজন মানুষের পক্ষে চাইলেও সীমিত সময়ে সবকিছু করা সম্ভব নয়।
যতটুকু সফল হয়েছি তার পুরোটাই সদাশয় সরকার, সম্মানিত আইজিপি স্যার, নওগাঁবাসী ও আমার প্রিয় সহকর্মীদের অবদান। আর ব্যর্থতার দায় সম্পূর্ণভাবে আমার। আমার বিশ্বাস সফলতার স্মৃতি মনে করে আমাকে স্মরণ করবেন। আর আমি এখানে যা পেয়েছি তা আমার স্মৃতিতে চির অম্লান হয়ে থাকবে। এখনো যেতে হবে বহুদূর পথ। Robert Frost এর মত বলতে চাই।
"And miles to go before I sleep. And miles to go before I sleep".
তিনি জেলাবাসীর উদ্দেশ্যে আরো বলেন, 'ভালো থাকবেন প্রিয় নওগাঁবাসী, ভালো থেকো প্রিয় নওগাঁ জেলা। সকলের দোয়া ও ভালবাসা কামনা করছি।' এর আগে বিদায়ী এসপি পুলিশ সুপার কার্যালয় ও পুলিশ লাইন্সে বিদায়ী সালাম ও শুভেচ্ছা গ্রহণ করেন। এসপি আবদুল মান্নান মিয়াকে বিদায় দেওয়ার সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, পুলিশ সদস্যদের মধ্যে আবেগঘন এক পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বরের ৯ তারিখে নওগাঁর পুলিশ সুপার হিসাবে যোগদান করেছিলেন আবদুল মান্নান মিয়া। যোগদানের পর থেকে অস্ত্র, মাদক, চোরাচালান, চোর, ডাকাত, ছিনতাই, চাঁদাবাজ এবং নারী নির্যাতন বন্ধে কঠোর অবস্থানে ছিলেন তিনি। প্রানঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় সকাল থেকে রাত পর্যন্ত ছুটেবেড়ে মানুষের দৌড়গড়ায় সেবা পৌঁছে দিয়েছেন। এছাড়াও উত্তরবঙ্গের সর্ববৃহৎ পুলিশ শপিংমল তৈরিতেও গুরুত্বপূর্ন অবদান রেখেছেন তিনি।
এএজেড