সার ডিলার ও ব্যবসায়ীর ৪০ হাজার টাকা জরিমানা
নওগাঁর সাপাহারে সারের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সার ডিলার ও ব্যবসায়ীর ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৪ আগষ্ট) দুপুরে উপজেলার সদর, আইহাই, পাতারী ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- উপজেলা সদরে মেসার্স দেলোয়ার ট্রেডার্স ও মেসার্স ওশান ট্রেডার্স।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন ঢাকাপ্রকাশ-কে বলেন, উপজেলা সদরে মেসার্স দেলোয়ার ট্রেডার্স কে নিবন্ধন গ্রহণ ব্যতীত বিভিন্ন প্রকার সার ও কীটনাশক আমদানি, সংরক্ষণ, ও বিক্রয়ের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে, একই এলাকায় মেসার্স ওশান ট্রেডার্স কে বিধি বহির্ভূতভাবে সার মজুদ করে রাখা এবং নির্ধারিত ইউনিয়নে সরাসরি কৃষকের নিকট বিক্রয় না করে খুচরা ব্যবসায়ীদের নিকট সার বিক্রয়ের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরোও বলেন, সারের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
এএজেড