এমপি সহদরের অবৈধ বিদ্যুৎ সংযোগ, জরিমানা
রাজশাহীতে ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ পন্থায় বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রেজাউল হক নামের ওই ব্যক্তি রাজশাহী বাগমারা-৪ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের ছোট ভাই ও বাগমারা মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সোমবার (২২ আগস্ট) বিকেলে তাকে এই জরিমানা করেন, রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, এমপি সহদর ও ইউপি চেয়ারম্যান রেজাউল হক দীর্ঘদিন থেকে অবৈধ ভাবে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। বাড়ির সংযোগ থেকে অবৈধভাবে শিকদারী বাজারে তার কয়েকটি দোকান ঘরসহ ব্যাটারী চালিত অটো চার্জ কারখানায় বিদ্যুৎ ব্যবহার করছিলেন। এ নিয়ে নাটোর পল্লী বিদ্যুৎ বিভাগের বাগমারা জোনের কর্মকর্তারা বিষয়টি বন্ধে বারবার তাগিদ দিলেও ক্ষমতার দাপট দেখাতেন তিনি। এতে কর্মকর্তারা ভীত থাকতো। পরে স্থানীয় লোকজন ঘটনাটি রাজশাহী জেলা প্রশাসককে অবহিত করেন।
এমন অভিযোগের সত্যতা যাচাই-বাছাই করার জন্য জেলা প্রশাসক আব্দুল জলিলের নির্দেশনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনার সত্যতা মেলায় রেজাউল হকের ৩০ হাজার টাকা জরিমানা করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে এমন অপরাধ থেকে বিরত থাকতে সাবধান করা হয়।
এব্যাপারে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মিনারুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে ইউপি চেয়ারম্যান রেজাউল হক ব্যবহার করে আসছিলেন। ঘটনাটি জেলা প্রশাসন জানার পর অভিযান চালিয়ে জরিমানা করে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, কেউই আইনের উর্ধ্বে না। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে তাকে জরিমানা করে সাবধান করা হয়েছে। বিদ্যুৎ আইন- ২০১৮ অনুযায়ী এই অর্থদণ্ড আদায় করা হয়। এরপরে এমন অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এএজেড