ইউএনও ও এসিল্যান্ডের উপর গ্রামবাসীর হামলা, আহত ১০
সিরাজগঞ্জের শাহজাদপুরে শতবর্ষী খেলার মাঠ ভরাট করে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণে বাধা দেয় গ্রামবাসী। জায়গাটি পরিদর্শনের জন্য ইউএনও ও এসিল্যান্ডের যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এলাকাবাসী। এসময় তাদের ছোড়া ইটপাটকেলে আহত হন এসিল্যান্ড।
রবিবার (২১ আগস্ট) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে জেলার শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া গ্রামের লোকজন একটি সরকারি তফসিলভুক্ত সম্পত্তিকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিল। সম্প্রতি ওই খেলার মাঠটি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণের জন্য নির্ধারণ করে উপজেলা প্রশাসন। এর প্রতিবাদে ও খেলার মাঠ রক্ষার দাবিতে এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল।
রবিবার সকালে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা আশ্রয়ন প্রকল্পের জন্য নির্ধারিত স্থান জরিপ, পরিদর্শন ও বালি ভরাটের জন্য গেলে এলাকাবাসী তাদের বাধা দেন। এতে উভয়পক্ষে বাকবিতণ্ডা শুরু হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এসময় গ্রামবাসীর ছোড়া ঢিলের আঘাতে এসিল্যান্ড লিয়াকত সালমানের মাথা ফেটে গেলে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ বেঁধে যায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে এসিল্যান্ড লিয়াকত সালমানকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুরাইয়া খাতুন নামে এক শিশুকে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া শেফালি বেগম, রেহানা বেগম ও আয়েলা খাতুনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
গ্রামবাসী জানান, জায়গাটি পরিদর্শনের জন্য আসলে আমরা তাদের বাধা দেই। তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এসময় তারা জোর করে প্রবেশ করার চেষ্টা করে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের লাঠি দিয়ে আঘাত করে। এতে সামনে থাকা কয়েকজনের মাথা ফেটে যায়। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী ইটপাটকেল ছোড়ে।
গ্রামবাসীর ছোড়া ইটের আঘাতে মাথা ফেটে যায় এসিল্যান্ডের। পরে পুলিশ ধাওয়া দিলে তাদের বেশ কয়েকজন আহত হন বলে জানান গ্রামবাসী।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, বলদিপাড়া আশ্রয়ন প্রকল্পের জন্য নির্ধারিত স্থান পরিদর্শনে গেলে গ্রামবাসী আমাদের বাধা দেয়। একপর্যায়ে পেছন থেকে ইট ছোড়ে তারা। এতে এসিল্যান্ড আহত হন। জায়গাটি প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের জন্য নির্ধারণ করা হয়। এখানে শেখ রাসেল স্মৃতি টুনামেন্ট খেলা চলছিল। গতকাল তা শেষ হয়েছে। তাই আমরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। এসিল্যান্ড হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিব।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রামবাসীর ছোড়া ইটের আঘাতে এসিল্যান্ড আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এসজি/