রাজশাহীতে আমের উৎপাদন বেড়েছে ৬ লাখ টন
বরেন্দ্র অঞ্চলের উঁচু জমিতে ধান চাষে পানিসহ প্রকৃতির নানা সংকট আম চাষে অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। অন্যদিকে আমের আন্তর্জাতিক স্বীকৃতিসহ সম্প্রসারিত বাজার ব্যবস্থা আম চাষিদের প্রণোদিত করেছে। এতে বেড়েছে বাণিজ্যিক আম উৎপাদন। মৌসুমি এই আবাদ এখন ১২ মাস চাষও করা যাচ্ছে। এতে এক দশকে এই অঞ্চলে আমের উৎপাদন বেড়েছে প্রায় ৬ লাখ মেট্রিক টন।
উন্নত আম জাতের আবিষ্কার, প্রযুক্তির উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা ও ব্যক্তি প্রচেষ্টায় আম চাষে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজশাহী বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২০১১-১২ মৌসুমে মোট আম বাগান ছিল প্রায় ৪২ হাজার ৪১৭ হেক্টর। চলতি মৌসুমে এই চার জেলায় আম বাগান দাঁড়িয়েছে প্রায় ৯০ হাজার ৮৯৪ হেক্টরে। অর্থাৎ এক দশকে এই অঞ্চলে আম বাগান বেড়েছে প্রায় ৪৮ হাজার ৪৭৭ হেক্টর।
অন্যদিকে ২০১১-১২ মৌসুমে এই চার জেলায় উৎপাদনের পরিমাণ ছিল প্রায় ৩ লাখ ৮৪ হাজার ৭৩ টন। চলতি মৌসুমে আম উৎপাদন হয়েছে প্রায় ৯ লাখ ৫৯ হাজার ৯১৩ টন। এই চার জেলায় গত এক দশকে আম উৎপাদন বেড়েছে প্রায় ৫ লাখ ৭৫ হাজার ৮৪০ মেট্রিক টন।
আঞ্চলিক কৃষি দপ্তরের হিসেবে, ২০১১-১২ মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২৩ হাজার ২৮০, রাজশাহীতে প্রায় ৮ হাজার ৯৮৬ , নওগাঁয় প্রায় ৭ হাজার ৮০১ এবং নাটোরে প্রায় ২ হাজার ৩৫০ হেক্টর জমিতে আম বাগান ছিল। আর চলতি মৌসুমে আম বাগান দাঁড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৩৭ হাজার ১৬৫, নওগাঁয় প্রায় ২৯ হাজার ৪৭৫, রাজশাহীতে প্রায় ১৮ হাজার ৫১৬ এবং নাটোরে প্রায় ৫ হাজার ৭৩৯ হেক্টরে।
এই তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৩ হাজার ৮৮৫ হেক্টর, রাজশাহীতে প্রায় ৯ হাজার ৫৩০ হেক্টর, নওগাঁয় প্রায় ২১ হাজার ৬৭৪ হেক্টর এবং নাটোরে ৩ হাজার ৩৮৯ হেক্টর জমিতে আমের আবাদ বেড়েছে বিগত এক দশকে। নওগাঁয় রেকর্ড সংখ্যক আমের আবাদ বেড়েছে।
রাজশাহী বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম জানান, এখন আর কেউ জমি পতিত বা অনাবাদি রাখছেন না। প্রয়োজনের তাগিদেই সেটাকে কাজে লাগাচ্ছেন। এক দশকে আমের এই ব্যাপক পরিমাণ আবাদ বৃদ্ধির পেছনে বেশকিছু কারণ রয়েছে। কৃষি অফিসের সফলতাও রয়েছে। বিশেষ করে বরেন্দ্র এলাকায় ধানসহ অন্য আবাদে পানির একটা সংকট আছে। এটা আম চাষে কৃষকদের উৎসাহিত করেছে। এখন অনেকে প্রজেক্ট হাতে নিয়ে বাণিজ্যিকভাবেও আম চাষ করছেন। আম এ অঞ্চলে এখন সম্ভাবনাময় আবাদ।
এসআইএইচ