রাজশাহীতে হালিতে ৮-১০ টাকা কমলো ডিমের দাম
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরপরই রাজশাহীর বাজারে ডিমের দামে হাফ সেঞ্চুরি হয়। ডাল সেঞ্চুরি করে ব্রয়লার মুরগির দাম। তবে প্রশাসনিক নজরদারি বৃদ্ধির পর সপ্তাহের ব্যবধানে ডিমের দাম হালিতে ৮-১০ টাকা কমেছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি দরে।
শুক্রবার (১৯ আগস্ট) নগরীর সাহেব বাজার, মাস্টার পাড়া, উপশহর নিউ মার্কেট ও শালবাগান কাঁচা বাজার ঘুরে দেখা যায়, কালার ও সাইজভেদে প্রতিহালি ডিম বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৪০ টাকা দরে। যা গত সপ্তাহে ৪৮ থেকে ৫০ টাকা হালিতে বিক্রি হয়েছে। এ ছাড়া ব্রয়লার মুরগি গত সপ্তাহে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তবে ডিম ও ব্রয়লার মুরগির দাম কমলেও আগের চড়া দামেই বিক্রি হচ্ছে চাল-ডাল-ময়দা ও মাছসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, কিছু অসাধু ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করে অবৈধ সুযোগ নেয়ার অপচেষ্টা চালিয়েছে। যারা ইচ্ছেমতো দাম বাড়িয়েছে। তিনি বৃহস্পতিবার নগরীর খড়খড়ি, আশরাফের মোড় ও নলখোলা মোড়ে ডিমের আড়ৎ ও খুচরা দোকানে অভিযানে যান।
এসময় আড়তে সাদা ডিমের হালি পাইকারি দর ৩৭-৩৮ টাকা, লাল ডিমের পাইকারি দর ৩৮-৪০ টাকায় বিক্রি হয়। তবে এ দর নিয়ে খুচরা বাজারে গেলে সেখানে ক্রেতারা অভিযোগ করেন সকালে ৪৬ টাকা দরে ডিম বিক্রি হয়েছে। বাজারে যাওয়ার পর হালিতে ৬ টাকা কমে ডিমের দাম ৪০ টাকা হয়ে গেছে। অন্তত ৩০ দোকানে মূল্য তালিকায় একই দর দেখা যায়।
তিনি আরও জানান, শুক্রবারও তিনি নগরীতে অভিযান চালিয়েছেন। এসময় চার ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা প্রতিদিনই বাজার মনিটরিং করছেন। কেউ ভোক্তার অধিকার ক্ষুন্ন করলে অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।
এএজেড