পাবানায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
পাবনায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মাধ্যমে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও পাবনা জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে ভগবান শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির ( গোবিন্দবাড়ি) প্রাঙ্গণ থেকে জন্মাষ্টমী উৎসবে মঙ্গল শোভাযাত্রায় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পাবানা প্রেসক্লাবের সভাপতি জনাব এবিএম ফজলুর রহমান। শোভাযাত্রাটি পাবনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় মন্দিরে এসে শেষ হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব সৈকত আফরোজ আসাদ।
উল্লেখ্য, সনাতন শাস্ত্র অনুসারে-দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এ পৃথিবীতে আবির্ভূত হন। অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং শান্তিহীন পৃথিবীতে শান্তি আনতেই শান্তিদাতা শ্রীকৃষ্ণের আবির্ভাব। তার শিক্ষা হলো-অন্যায়কে পরাভূত করে শান্তি প্রতিষ্ঠা করা। তার জন্মের সময় এ বিশ্বব্রহ্মাণ্ড পাপ ও অরাজকতায় পরিপূর্ণ ছিল। নানা ভূমিকায় অবতীর্ণ হয়ে শ্রীকৃষ্ণ মানব জাতির কাছে জীবন ধারণের অনন্য উদাহরণ রেখে গেছেন।
ইতিহাসে তিনি যাদবকৃষ্ণ ও দর্শনশাস্ত্রে সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণ। শ্রীমদ্ভগবত গীতায় তিনি অবতারকৃষ্ণ, দার্শনিক কৃষ্ণ, পুরুষোত্তম কৃষ্ণ। ঈশ্বরতত্ত্বের মহান প্রতীক শ্রীকৃষ্ণ বেদে ঋষিকৃষ্ণ, দেবতাকৃষ্ণ। মহাভারতে তিনি রাজর্ষি কৃষ্ণ, শাসক ও প্রজাপালক কৃষ্ণ, অত্যাচারী দমনে যোদ্ধাকৃষ্ণ। তার বাণী সমগ্র বিশ্বকে হাজার হাজার বছর ধরে আলোড়িত করছে।
শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পাবানা জেলা সভাপতি আশীষ কুমার বসাকের সভাপতিত্বে ও যুগ্ম-সদস্য সচিব সৌহার্দ বসাক সুমনের পরিচালনায় আয়োজিত আলোচনা সভা, নৃত্য, শিশুদের গীতা পাঠ ও মহিলাদের জন্য ধর্মীয় কুইজ প্রতিযোগিতা ও গীতা দান অনুষ্ঠিত হয়।
ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করেন, জেলা জন্মাষ্টমী উদ্ যাপন পরিষদের আহ্বায়ক, সৌমেন সাহা ভানু, সদস্য সচিব প্রভাষ ঘোষ দুখু , জেলা জাতীয় হিন্দু মহাজোটের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মলয় দাস রায় সৎসঙ্গের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সাহা প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাবনা জেলা হিন্দু মহাজোটের উৎপল বসাক বাপ্পি, বিশ্বজিৎ সরকার, তাপস কুমার দাস, জীবন প্রামানিক, রবিলাল কুন্ডু, প্রদীপ বসাক, শ্যামল দেবনাথ, ডা: প্রশান্ত দেবনাথ। হিন্দু যুবমহাজোটের শুভ বসাক, কৃষ্ণ ঘোষ, বাপ্পিকুমার দাস, সুশান্ত ঘোষ, প্রসাদ দাস, সুব্রত ঘোষ অনিক, সঞ্জয় সাহা, দিপঙ্কর কুমার দাস, নিতাই মালাকার, দীপ্ত কুমার ঘোষ, কৃষাণ সুত্রধর আকাশ, শুভ কর্মকার প্রমুখ।
এএজেড