মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার উপর হামলা, আটক ৩
রাজশাহীতে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবার উপর হামলার ঘটনায় ৩ যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। বুধবার (১৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে র্যাব-৫। র্যাব সূত্র জানায়, বুধবার রাত ৩টার দিকে তাদের আটক করা হয়। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আটককৃতরা হলেন- মিরাজ, ফরহাদ ও আখের। তারা তিনজনই নগরীর মেহেরচণ্ডি এলাকার বাসিন্দা। ওই কলেজছাত্রীও একই এলাকার বাসিন্দা।
ওই কলেজছাত্রীর বাবা নীল মাধব সাহার অভিযোগ, স্থানীয় তিন যুবক তার মেয়েকে কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করায় তারা তার উপর হামলা চালায়।
তিনি আরও জানান, তার মেয়ে রাজশাহী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। কলেজে যাতায়াতের সময় তাকে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল তারা। এ নিয়ে গত ১২ আগস্ট সকালে প্রতিবাদ করেন তিনি। প্রতিবাদের জেরে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা তাদের আরও ৪-৫ জন সহযোগী নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে তার পার্লারে গিয়ে হামলা চালায়। এসময় তাকে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে পেটানো হয়।
পরে মাথায় ছুরিকাহত নীল মাধব সাহাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করানো হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রবিউল আলম।
এসজি/