শিক্ষিকার স্বামী মামুনকে আদালতে নেওয়া হল
নাটোর শহরের বলারীপাড়া মহল্লায় ভাড়া বাসায় কলেজ শিক্ষিকা খায়রুনের মরদেহ উদ্ধারের পর আটক নিহতর স্বামী মামুনকে আদালতে প্ররণ করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠায়, সদর থানা পুলিশ। এ ব্যাপারে বিকালে আদেশ দেবেন আদালত। সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ এবং কোর্ট ইন্সপেক্টর নজমূল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর থানার ওসি( তদন্ত) আবুল কালাম আজাদ জানান, রবিবার সকালে মরদেহ উদ্ধারের পর মামুনকে আটক করা হয়। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাকে আদালতে চালান দেওয়া হয়। মামলার তদন্ত চলছে দাবি করে তিনি বলেন, মামুনের ব্যাপারে আজ আদেশ দেবেন আদালত। আর তদন্ত শেষে ওই ব্যাপারে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। কোর্ট ইন্সপেক্টর নজমূল হক জানান, বিকাল ৫ টার দিকে আদালত ওই ব্যাপারে আদেশ দেবেন।
আরও পড়ুন:
সেই শিক্ষিকার দাফন সম্পন্ন
মামুনের বিরুদ্ধে এলাকাবাসীর যত অভিযোগ
রাতে ওই ফ্ল্যাটে ৩ ঘণ্টা ছিলেন আটক স্বামী মামুন
সেই শিক্ষকের মৃত্যু নিয়ে যা বললেন আটক স্বামী
ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষকের মরদেহ উদ্ধার
শিক্ষিকাকে বিয়ে করলেন কলেজছাত্র
এএজেড