নাপা সিরাপে ১৫ টাকা বেশি রাখায় জরিমানা ৩ হাজার
রাজশাহীতে ৬০ মিলি নাপা সিরাপের নির্ধারিত মূল্যের চেয়ে ১৫ টাকা বেশি নেওয়ায় এক ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৪ আগস্ট) নগরীর উপশহর দড়িখরবোনা এলাকার জননী ফার্মেসিকে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, নাপা সিরাপের দাম ২০ টাকা। কিন্তু নগরীর উপশহর দড়িখরবোনা এলাকার জননী ফার্মেসির মালিক সিরাপের লেবেলে থাকা ২০ টাকা কেটে ৩৫ টাকা দাম বসিয়েছেন। ১৫ টাকা বেশি দরে বিক্রি করেছেন মেহেদী হাসান নামে এক ক্রেতার কাছে। এরপর ২৭ জুলাই ফার্মেসির বিরুদ্ধে ভোক্তা অধিকারে অভিযোগ করেন ওই ক্রেতা। অভিযোগের ভিত্তিতে জেলা ভোক্তা অধিকার দপ্তরে শুনানি শেষে এ জরিমানা করা হয়।
এ বিষয়ে মো. মাসুম আলী বলেন, নাপা সিরাপের লেবেলে আগের মূল্য কেটে বর্ধিত দামে বিক্রি করার কারণে এই জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সবসময় ক্রেতার সুরক্ষায় কাজ করবে।
এসজি/