নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ গ্রেফতার
ছবি: সংগৃহীত
অস্ত্রসহ গ্রেফতার হয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রাতুল হাসান জাকির। রবিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে এক সহযোগীসহ গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় দুইটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি এবং একটি রামদা।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জায়েদ শাহরিয়ার তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে সোমবার (২২ নভেম্বর) এ তথ্য জানান। তিনি জানান, রাতুল হাসান জাকির বাঁশগাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন।
রাতুল হাসান জাকির গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনে বাঁশগাড়ী ইউনিয়ন থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। তার প্রতীক ছিল টেলিফোন। এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন মো. আশরাফুল হক সরকার।
পুলিশ সূত্র অনুযায়ী, নির্বাচনের দিন সকালে নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিন জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়, আহত হয় অন্তত ৩০ জন। এ ব্যাপারে রায়পুরা থানায় একাধিক মামলা দায়ের করা হয়।
/এএন