থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ভিডিও শেয়ার, পরবর্তীতে ডিলিট
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের সিঙ্গাইর থানার নামে ব্যবহৃত একটি ফেসবুক আইডি থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও শেয়ার করার পরপরই তা ডিলিট করা হয়েছে। ভিডিওটি শেয়ার করার ৩৫ মিনিটের মধ্যেই সরিয়ে ফেলা হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১৪ মিনিটে Singair PS নামক ফেসবুক আইডিতে ভিডিওটি আপলোড করা হয়। তবে ১২টা ৪৯ মিনিটের মধ্যে সেটি মুছে ফেলা হয়। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
এ প্রসঙ্গে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, থানার ফেসবুক আইডি থেকে ভিডিও শেয়ার হওয়ার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তিনি বলেন, "এই আইডিটি আমি দায়িত্ব নেওয়ার আগেই তৈরি করা হয়েছিল। ভিডিওটি শেয়ার হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে এমনটি করে থাকে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও জানান, পোস্টটি ডিলিট করার পর থানার পক্ষ থেকে ফেসবুক পেইজে একটি লিখিত বার্তা দেওয়া হয়। সেখানে বলা হয়, ভিডিওটি শেয়ার হওয়ার পেছনে প্রযুক্তিগত ত্রুটি বা হ্যাকিংয়ের সম্ভাবনা থাকতে পারে। তবে এটি পুরোপুরি অনিচ্ছাকৃত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিষয়টি জানার পরপরই তা দ্রুত ডিলিট করা হয়েছে।
সিঙ্গাইর থানা এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।