ক্ষমতার লোভে তরুণ প্রজন্মকে কেনা সম্ভব নয়: হাসনাত আব্দুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ক্ষমতা বা সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা সম্ভব নয়। তিনি বলেন, এই প্রজন্মকে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগও কিনতে পারেনি।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আওয়ামী লীগ আগামী নির্বাচনে আসবে কি না বা রাজনীতি করবে কি না, সেসব অনেক পরের বিষয়। এর আগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামালের বিচারের ব্যবস্থা করতে হবে। যারা আমাদের জুলাই গণঅভ্যুত্থান দেখেছেন, তাদের আর হারানোর কিছু নেই।”
তিনি আরও বলেন, “যারা এখন আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার আগে রাজনীতিতে দেখতে চান, তারা সঠিক পথে নেই। সব রাজনৈতিক দলকে এই দাবি তুলতে হবে যে, প্রথমে বিচারের ব্যবস্থা, তারপর অন্য সবকিছু।”
ক্ষমতামুখী রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, “যারা ক্ষমতামুখী হয়েছে, তাদের দেশ ছাড়তে হয়েছে। জনতামুখী হলে তরুণ প্রজন্মের সমর্থন পাওয়া যাবে।”
মতবিনিময় সভায় তরুণদের অংশগ্রহণ ও উৎসাহ দেখা যায়, যেখানে রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন এবং বিচারের দাবিকে প্রাধান্য দেওয়া হয়।