৪ দিনের গ্যাস সংকটে পড়তে যাচ্ছে সারাদেশ
ছবি: সংগৃহীত
দেশজুড়ে চার দিনের গ্যাস সংকটের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। মহেশখালীতে অবস্থিত এলএনজি এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর ১২টা থেকে সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় অপর একটি এলএনজি টার্মিনাল থেকে দৈনিক ৫৫০-৫৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। তবে তা দেশের চাহিদা পূরণে যথেষ্ট হবে না।
এর আগে ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত একই কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সারা দেশে তীব্র গ্যাস সংকট দেখা দেয়। সেই সংকট পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই আবারও রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাবে এবং বাসাবাড়ি, শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটতে পারে।
এ পরিস্থিতিতে পেট্রোবাংলা একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। গ্যাস ব্যবহারকারীদের এই সময় সচেতনভাবে গ্যাস ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।