বিরামপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ছবি: সংগৃহীত
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের মির্জাপুর মোড়ে ট্রাক চাপায় হাবিবুর রহমান (৪৫) নামে এক অটোরিক্সা চালক এবং একই জেলার নবাবগঞ্জ উপজেলার রত্নাদিঘী নামক স্থানে অটোরিক্সার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাতুল মিয়া (২২) নিহত হয়েছেন। ইমরান নামে এক অটোযাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিরামপুর পৌর শহরের মির্জাপুর মোড়ে দিবাগত রাত ১০টার দিকে ও নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার থেকে বিরামপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হাবিবুর রহমান (৪৫)। সে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার খাঁনপুর গ্রামের মৃত:হাফিজ উদ্দিনের ছেলে এবং নিহত মোটরসাইকেল আরোহী রাতুল(২২) নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
জানা গেছে, বিরামপুর পৌর শহরের মির্জাপুর মোড়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা গোবিন্দগঞ্জগামী একটি ট্রাক হাবিবুর রহমানের অটো রিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলে হাবিবুর রহমানের মৃত্যু বরন করেন এবং অটোযাত্রী ইমরান আহত হন।
অপরদিকে রত্নাদিঘী নামক স্থানে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে অটোরিক্সার সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটর সাইকেল আরোহী রাতুল মিয়া (২২) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত রাতুল মিয়াকে দ্রুত উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে থানায় মামলা হয়েছে।