দেখতে ১২, বয়স আসলে ২২; ইয়াবাসহ আটক নাসিম
ইয়াবাসহ আটক নাসিম। ছবি: সংগৃহীত
প্রথম দেখাতে যে কেউ নাসিমকে স্কুল পড়ুয়া কিশোর ভাববেন। তার চেহারা, উচ্চতা, ও শারীরিক গঠন দেখে মনে হবে বয়স ১২ কিংবা ১৩। তবে আসলে নাসিমের বয়স ২২ বছর। কিশোরের মতো চেহারা নিয়ে ছদ্মবেশী এই যুবক আসলে জড়িয়ে পড়েছে মাদক ব্যবসায়। সম্প্রতি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানা পুলিশ তাকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে।
গোসাইরহাট ইউনিয়নের কাশিখণ্ড গ্রামে বসবাসকারী নাসিমের পিতার নাম তফসিল জসিম। দীর্ঘদিন ধরে এলাকায় তিনি কিশোরের মতো চেহারার জন্য পরিচিত। কিন্তু তার এই ছোট চেহারাই হয়ে উঠেছে মাদক ব্যবসার আড়াল। নাসিমের আসল বয়স জানতে অনেকেই বিস্মিত হয়েছেন, কারণ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স প্রায় ২২ বছর।
গতকাল গোসাইরহাট থানার পুলিশ তাকে ইয়াবাসহ আটক করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে যে, নাসিম মাদক বিক্রির কাজে জড়িত। এর পরই পুলিশ তাকে ধরার জন্য কৌশলে অভিযান চালায়। ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয় নাসিমকে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম গণমাধ্যমকে জানান, “নাসিমকে দেখলে কেউ ভাববে সে কিশোর, কিন্তু জাতীয় পরিচয়পত্রে তার বয়স ২২ বছর। মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়েছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সুরক্ষায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য গোসাইরহাট থানা পুলিশ নিয়মিত কাজ করছে।” মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান এলাকায় প্রশংসিত হয়েছে।
নাসিমের মতো ছদ্মবেশী অপরাধীদের গ্রেফতার পুলিশের একটি বড় সফলতা। স্থানীয়দের মধ্যে মাদক বিরোধী পুলিশের এই ভূমিকা জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এমন অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।