ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ১০ টাকা নিয়ে বিবাদের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার রাতেও একই ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, সম্প্রতি তেরকান্দা গ্রামের একটি কাঁচা সড়ক মাটি ফেলে সংস্কার করেন মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহকর্মীরা। গতকাল মঙ্গলবার সকালে একই গ্রামের সরদার গোষ্ঠীর সদস্য জুয়েল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় নয়ন তার কাছে সড়ক মেরামতের জন্য ১০ টাকা দাবি করেন। তবে জুয়েল টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তর্কাতর্কি থেকে হাতাহাতি শুরু হয়।
এ ঘটনার সমাধান করতে সন্ধ্যায় স্থানীয়ভাবে সালিশ বসে। কিন্তু সালিশ চলাকালীন উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে রাতে ঘণ্টাব্যাপী সংঘর্ষ বাধে। এর পরদিন বুধবার সকালে আবারও দুই পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন, যাদের চিকিৎসা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়েছে।
সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান জানিয়েছেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।