বিসিসি'কে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিলেন ভারত সরকার
বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত সরকার। আইসিইউ সমৃদ্ধ এই এ্যাম্বুলেন্সে ছোটখাটো অপারেশনও করা যাবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা।
রবিবার (১৬ জানুয়ারি) বিকেলে নগরীর সদর রোডের এনেক্স ভবন চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের খুলনার সহকারি হাই কমিশনার রাজেশ কুমার রায়না বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহর হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন।
এ সময় সিটি করপোরশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. মনিরুজ্জামান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হুমায়ুন কবির, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ এবং বিএমপির উপ-কমিশনার আলী আশরাফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নগরীর বাসিন্দারা সিটি করপোরেশনের নির্ধারিত নম্বরে ফোন দিলেই এই অ্যাম্বুলেন্স সেবা দোড়গোড়ায় পৌঁছে যাবে বলে অনুষ্ঠানে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ।
এসও/এএন